সিপ্লাস ডেস্ক: সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে নাশকতার অভিযোগে অভিযুক্ত ও সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার বুয়েটের ৩১ ছাত্রসহ ৩৪ ছাত্রের মধ্যে ৩২ জনকে জামিন দিয়েছেন আদালত। ৫ হাজার টাকা বন্ডে আদালত তাদের জামিন মঞ্জুর করেছেন। ২ জন কিশোর থাকায় তাদেরকে শিশু কিশোর আদালতে জামিনের জন্য বলা হয়েছে।
পুলিশ জানায়, গত ৩১ জুলাই টাঙ্গুয়ার হাওরের পাড়ের গ্রাম দুধের আউটা এলাকা থেকে বুয়েটের বর্তমান ২৪ ছাত্র ও সাবেক ৭ জন ছাত্রসহ ৩৪ জন ছাত্রকে নাশকতার অভিযোগে গ্রেপ্তার করে তাহিরপুর থানা পুলিশ।
ছাত্রদের আইনজীবী অ্যাডভোকেট আব্দুল হক বলেন, ‘সুনামগঞ্জ তাহিরপুরের আমলগ্রহণকারী ম্যাজিস্ট্রেট আদালতে ছাত্রদের জামিন চাওয়া হয়। আদালত ৩২ জনের জামিন মঞ্জুর করেছেন ৫ হাজার টাকা বন্ডে। দু’জন কিশোর থাকায় তাদেরকে কিশোর আদালতে জামিন চাইতে বলা হয়েছে। রায়ে আমরা সন্তুষ্ট।’
সুনামগঞ্জ পুলিশ সুপার মোহাম্মদ এহসান শাহ বলেন, পর্যাপ্ত তথ্য প্রমাণের ভিত্তিতেই নাশকতার পরিকল্পনাকালে তাদের গ্রেপ্তার করে প্রচলিত আইনে মামলা দেওয়া হয়েছে।
আজ সকালে অভিভাবকরা এসে দেখা করেছেন সে কথা স্বীকার করে তিনি জানান, পুলিশ তাদেরকে শিবিরের সঙ্গে সম্পৃক্ততার তথ্য অবগত করেছে। এখন আদালতের মাধ্যমেই বিষয়টি নিষ্পত্তি হবে।