চাটগাঁ নিউজ ডেস্ক: নগরীতে জেলা প্রশাসনের অভিযানে ৪০০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়েছে। এসময় মো. শাহাদাত হোসাইন ও আব্দুল কাদের নামে দুই ব্যক্তিকে ২৫ হাজার টাকা জরিমানাও করা হয়।
বুধবার (২৫ সেপ্টেম্বর) বিকালে চট্টগ্রাম নগরের ডবলমুরিং থানাধীন পাহাড়তলী বাজারে পরিবেশ অধিদপ্তর ও সিএমপি পুলিশের সহযোগিতায় নিষিদ্ধ পলিথিনের বিরুদ্ধে এ অভিযান পরিচালনা করা হয়।
কাট্টলী সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) আরাফাত সিদ্দিকী বলেন, আজ নিষিদ্ধ পলিথিনের বিরুদ্ধে আমরা অভিযান চালিয়েছি। অভিযানে মো. শাহাদত হোসেন ও আব্দুল কাদের নামের দুইজনকে নিষিদ্ধ পলিথিন মজুদ ও বিক্রির দায়ে হাতেনাতে আটক করেছি। তারা দোষ স্বীকার করে ভবিষ্যতে আর বিক্রি নিষিদ্ধ পলিথিনের ব্যবসার সঙ্গে জড়িত হবেন না বলে জানান।
আসামিদের অপরাধ আমলে নিয়ে বিচারের জন্য পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক রুম্পা দাশ মোবাইল কোর্টে দুটি অভিযোগ দায়ের করেন। অভিযোগের সত্যতা থাকায় তাদেরকে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত ২০১০) এর ৬(ক) ধারার অপরাধে একই আইনের ১৫(১) ধারায় মো. শাহাদত হোসেনকে ৫ হাজার টাকা ও আব্দুল কাদেরকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া দুটি দোকান থেকে প্রায় ৪০০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়।
অভিযানে পাহাড়তলী বাজারে দ্রব্যমূল্য তদারকি করা হয়। এসময় নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল তালিকা সংরক্ষণ না করায় আলমগীর নামের এক মুদি দোকানিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর আওতায় ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
চাটগাঁ নিউজ/জেএইচ