চাটগাঁ নিউজ ডেস্ক : রবিউল ইসলাম রুবেল (৩৬) একজন পেশাদার ছিনতাইকারি। জেল থেকে বের হয়েই শুরু করে ছিনতাই। তাও চট্টগ্রাম আদালতের এক পেশকারের স্ত্রীর সোনার চেইন ছিনতাই করেই ফের ধরা পড়ল।
বুধবার (৬ মার্চ) কোতোয়ালী থানা পুলিশ বিষয়টি নিশ্চিত করে।
এর আগে মঙ্গলবার নগরীর কোতোয়ালী এলাকা থেকে রবিউল ইসলাম রুবেলসহ তার তার সহযোগী শাহাদাত হোসেন বাবুকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার রুবেল নোয়াখালীর কোম্পানীগঞ্জ থানাধীন মুছাপুর রংমালা বাজার এলাকার মৃত আব্দুল মালেকের ছেলে এবং শাহাদাত চাঁদপুরের শাহরাস্তি থানাধীন তামটা নোয়াবাড়ি গ্রামের মো. শাহজাহানের ছেলে।
থানা সূত্র জানায়, সোমবার (৪ মার্চ) দিনগত রাতে নগরীর নিউমার্কেট এলাকায় পেশকারের স্ত্রী সমাপ্তি রানী প্রধানের (৪২) একটি সোনার চেইন ছিনতাই করেন রুবেল। এ ঘটনায় ওইদিন রাতেই কোতোয়ালী থানায় মামলা হয়। পরে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে ও তথ্য প্রযুক্তি মাধ্যমে সহযোগীসহ তাকে গ্রেফতার করা হয়।
এ বিষয়ে কোতোয়ালী থানার ওসি ওবায়দুল হক বলেন, এর আগে কয়েকবার গ্রেফতার হয়ে কারাভোগ করেছে রুবেল। আমরা তথ্যপ্রযুক্তি ব্যবহার করে তাকে গ্রেফতার করতে সক্ষম হই। তার বিরুদ্ধে নগরীর কোতোয়ালী থানাসহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
চাটগাঁ নিউজ/এসএ