জুয়ার সরঞ্জাম ও নগদ টাকাসহ ৪ জন আটক

নিজস্ব প্রতিবেদক: চান্দগাঁও থানাধীন বাড়ইপাড়া এলাকা থেকে জুয়া খেলার সরঞ্জাম ও নগদ টাকাসহ ৪ জনকে আটক করেছে চান্দগাঁও থানা পুলিশ।

শনিবার (৭ ডিসেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে পশ্চিম পাড়া বিল থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- মো.আবু কাউছার (৩১), মো.মামুন (২৩), মো.ইসমাইল (৪২) ও মো.ফয়সাল (৩২)।

চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব উদ্দিন জানান, বাড়ইপাড়া পশ্চিম পাড়া বিলে অভিযান চালিয়ে ৪ জনকে আটক করা হয়।

আটককৃতদের কাছ থেকে জুয়া খেলার সরঞ্জাম ১০৪টি তাস ও নগদ ৩ হাজার ২৮০ টাকা উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

চাটগাঁ নিউজ/ই্উডি  

Scroll to Top