কাপ্তাই প্রতিনিধি: জাতীয় শ্রমিক লীগ কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা ইউনিয়ন শাখার ত্রি- বার্ষিক সম্মেলন বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) বিকেলে চন্দ্রঘোনা ইউনিয়ন পরিষদ কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক মোঃ হারুনুর অর রসিদ।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি অংসুই ছাইন চৌধুরী।
বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগ উপদেষ্টা ও কেপিএম সিবিএ নেতা আনোয়ার হোসেন বাচ্চু, উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি স্বপন বড়ুয়া,উপজেলা আওয়ামী লীগ যুগ্ম সম্পাদক নুরুল্লাহ ভূঁইয়া, উপজেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক আক্তার হোসেন মিলন, উপজেলা আওয়ামী লীগ সাংস্কৃতিক সম্পাদক জাহাঙ্গীর আলম, উপজেলা আওয়ামী লীগ সদস্য নিহার রন্জন তনচংগ্যা, মোঃ নজরুল ইসলাম লাভলু, উজ্জল ভট্টাচার্য্য।
স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা শ্রমিক লীগ সভাপতি শহীদুল্লাহ বাপ্পী। আরো বক্তব্য রাখেন ছাত্রলীগ নেতা রফিকুল ইসলাম সুমন, ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক ইব্রাহীম খলিলুল্লাহ, ইউনিয়ন যুব মহিলা লীগ সভাপতি আথুই তনচংগ্যা, ইউনিয়ন যুবলীগ যুগ্ম আহবায়ক সৈয়দ মিজানুর রহমান, উপজেলা পেশাজীবী লীগ সাধারণ সম্পাদক আবুল হাসনাত খোকন, ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নুরুল ইসলাম কচি, জাতীয় শ্রমিকলীগ কাপ্তাই উপজেলা শাখার সিনিয়র সহ-সভাপতি আমির হোসেন, উপজেলা আওয়ামী মহিলা লীগ সভাপতি মনোয়ারা জাহান, ইউনিয়ন আওয়ামী লীগ সহ-সভাপতি আলী এরশাদ, কাপ্তাই উপজেলা জাতীয় শ্রমিক লীগ সাধারণ সম্পাদক কাজী আবু সরোয়ার। সভায় আওয়ামী লীগ ও শ্রমিক লীগ নেতৃবৃন্দ তাদের বক্তব্যে বলেন, কেপিএমের জীর্ণদশা থেকে উত্তরনের জন্য জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে আগামী সংসদ নির্বাচনে নৌকার প্রার্থীকে বিজয়ী করতে হবে।
সন্ধ্যায় অনুষ্ঠিত দ্বিতীয় অধিবেশনে এস এম ইমরান হাসানকে সভাপতি, মোঃ ইব্রাহীমকে সহ-সভাপতি, সালাউদ্দিন শাহ আলম টিটুকে সাধারণ সম্পাদক, মোঃ হানিফ খানকে যুগ্ন সম্পাদক, মোঃ সুমনকে সাংগঠনিক সম্পাদক ও মমতাজ বেগমকে মহিলা সম্পাদিকা করে চন্দ্রঘোনা ইউনিয়ন শ্রমিক লীগের আংশিক কমিটি অনুমোদন দেওয়া হয়। আংশিক কমিটির নেতৃবৃন্দ উপজেলা কমিটির সাথে সমন্বয় করে এক সপ্তাহের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করবে।