জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৩ উপলক্ষে কাপ্তাইয়ে সংবাদ সম্মেলন ও মতবিনিময় সভা

কাপ্তাই প্রতিনিধি: “নিরাপদ মাছে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ” এই প্রতিপাদ্য নিয়ে কাপ্তাই উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৩ উপলক্ষে মৎস্য সম্পদ সুরক্ষা ও সমৃদ্ধি অর্জনে মৎস্য অধিদপ্তর কর্তৃক গৃহীত কার্যাক্রমের বিষয়ে

স্থানীয় সাংবাদিকদের সাথে সম্মেলন ও মতবিনিময় সভার আয়োজন করা হয়।

সোমবার (২৪ জুলাই) সকালে কাপ্তাই  উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ আরিফুর রহমান উপস্থিত থেকে তাঁর কার্যালয়ে মৎস্য সপ্তাহ ২০২৩ এর বিষয়ে এবং নিরাপদ মাছ নিশ্চিত করতে স্থানীয় সাংবাদিকদের মাঝে বক্তব্য প্রদান করেন।

মতবিনিময় সভায় কাপ্তাই উপজেলা সহকারি তথ্য অফিসার মোঃ দেলোয়ার হোসাইন, কাপ্তাই প্রেস ক্লাব সভাপতি মোঃ মোশাররফ হোসেন, সাধারণ সম্পাদক ঝুলন দত্ত সহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় মৎস্য কর্মকর্তা স্মার্ট বাংলাদেশ গড়তে গেলে নিরাপদ মাছ নিশ্চিত করার বিষয়ের উপর গুরুত্ব তুলে ধরেন। এবং কাপ্তাইয়ে শুরু হওয়া মৎস্য সপ্তাহ ২০২৩ এর সকল আনুষ্ঠানিকতা সফল করতে স্থানীয় গণমাধ্যমকর্মীদের সহযোগিতা কামনা করেন।

Scroll to Top