জলাবদ্ধতায় বিদ্যুৎস্পৃষ্টে এক পরিবারের তিন সদস্য নিহত, শিশুটি বেঁচে গেল

সিপ্লাস ডেস্ক: রাজধানীর মিরপুরে ঢাকা কমার্স কলেজ এলাকায় বৃহস্পতিবার রাতে জলাবদ্ধতায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক পরিবারের তিন সদস্য নিহত হয়েছে। এ ঘটনায় একই এলাকার আরেকজন নিহত হয়েছেন।

নিহতরা হলেন- মিজানুর রহমান (৩০), তার স্ত্রী সাথী আক্তার (২৮) ও তাদের দুই বছরের মেয়ে ফারহানা। মিজানের পরিবারের একমাত্র সন্তান সাত মাসের শিশু হোসাইন বেঁচে গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার রাত সাড়ে নয়টার দিকে মিরপুর ১০ নম্বর সেক্টরের ঢাকা কমার্স কলেজ এলাকায় জলাবদ্ধতায় রাস্তার পাশের বৈদ্যুতিক তার ছিড়ে যায়। এ সময় মিজানের পরিবারের সদস্যরা ওই এলাকা দিয়ে হেঁটে যাচ্ছিলেন। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তারা ঘটনাস্থলেই মারা যান।

একই সময় মিজানের পরিবারের সদস্যদের উদ্ধার করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে মারা যান একই এলাকার বাসিন্দা মোহাম্মদ অনিক (১৮)।

স্থানীয়রা ৭ মাসের শিশু হোসাইনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। বর্তমানে শিশুটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

নিহত মিজানের গ্রামের বাড়ি বরিশালে। তিনি ঢাকায় শরবত, ঝালমুড়ি ইত্যাদি বিক্রি করে সংসার চালাতেন। স্ত্রী-সন্তানদের নিয়ে থাকতেন ঝিলপাড় বস্তিতে।

পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Scroll to Top