বিনোদন ডেস্ক: চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় পৌনে এক কেজি সোনাসহ আটক নাট্যাভিনেত্রী অনামিকা জুথী বলেছেন, যতটুকু পরিমাণে স্বর্ণ তাঁর পরনে ছিল সবই ব্যবহৃত গয়না। গণমাধ্যমে আসা আটক হওয়া ও স্বর্ণের পরিমাণ ভিত্তিহীন দাবি করে সবকিছু ডকুমেন্ট সহকারে প্রকাশের ঘোষণা দিয়েছেন তিনি।
রবিবার (৮ ডিসেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তাঁর ব্যক্তিগত আইডিতে এক স্ট্যাটাসে তিনি এ ঘোষণা দেন।
সেখানে তিনি লিখেছেন, “আসসালামু আলাইকুম। গতকাল থেকে আমার সম্পর্কে খুব বাজে ভাবে নিউজ হয়েছে , যেটা খুবই দুঃখজনক। সত্যতা কতটুকু তা যাচাই-বাছাই না করেই সবাই নিউজ করে যাচ্ছে। আমার ফ্লাইট ছিলো গতকাল বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের (BG১৪৮ ) দুবাই-চট্টগ্রাম -ঢাকা । আমার টিকেট ল্যান্ডিং ছিলো দুবাই টু ঢাকা। এবং গোল্ড নিয়ে যে কথাগুলোর রিউমার হয়েছে সেটার সত্যতা কতটুকু আমি ডকুমেন্ট সহকারে প্রমাণ করবো। তবে আটক হওয়া এবং কেজি পরিমাণ স্বর্ণ নিয়ে যে কথাগুলো রটিয়েছে, সংবাদ মাধ্যমে তা পুরোপুরি ভিত্তিহীন এবং বানোয়াট। যতটুকু পরিমাণ স্বর্ণ-লংকার আমার পরনে ছিলো তা আমার ব্যবহৃত গহনা। আমি সবকিছু ডকুমেন্ট সহকারে প্রকাশ করবো। ধন্যবাদ।”
এর আগে শনিবার (৭ ডিসেম্বর) সকাল ১০টার দিকে দুবাই থেকে আসা বাংলাদেশ বিমানের ‘বিজি১৪৮’ ফ্লাইট থেকে নাট্যাভিনেত্রী অনামিকা জুথী (৩৪) ও মোহাম্মদ রায়হান ইকবাল (৩০) নামে দুই যাত্রীকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ৭৩৩ গ্রাম সোনা জব্দ করা হয়। এরমধ্যে ২৪ ক্যারেটের চুড়ি, চেইন ও হোয়াইট গোল্ডের চেইনসদৃশ সোনা ৫৪৩ গ্রাম এবং ১৯০ গ্রাম ২২ ক্যারেটের সোনা রয়েছে।
চাটগাঁ নিউজ/ইউডি