জনগণের জন্য আমার দরজা সবসময় খোলা ছিল : তৌহিদ

আনোয়ারা প্রতিনিধি : তৃতীয় ধাপে আগামী ২৯ মে আনোয়ারা উপজেলা নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচনকে সামনে রেখে প্রস্তুতির অংশ হিসেবে সর্বস্তরের জনসাধারণ নিয়ে উঠান বৈঠক করেছে টানা দুইবারের বর্তমান উপজেলা চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী।

সোমবার (২৯ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার পশ্চিম বরুমচড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে ইউনিয়নের ৪, ৫, ৬,৭ নং ওয়ার্ডের সর্বস্তরের জনসাধারণ নিয়ে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

উঠান বৈঠকে জনসাধারণের উদ্দেশ্যে চেয়ারম্যান প্রার্থী ও বর্তমান উপজেলা চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী বলেন, জনগণের ভোটে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়ে বিগত দশ বছর জনগণের সেবা করেছি। উপজেলার প্রতিটি ইউনিয়নের অলিতে-গলিতে উন্নয়ন কর্মকাণ্ড করেছি। যেখানে রাস্তা নেই সেখানে রাস্তা করে দিয়েছি, যেখানে কালভার্ট নেই সেখানে কালভার্ট করেছি। অসহায় মানুষদের মাঝে পাশে দাঁড়িয়েছি।

তিনি আরও বলেন, আমার অফিসের দরজা সব সময় খোলা ছিল। গরিব অসহায় সহ সব ধরনের মানুষ সহজে আমার অফিসে গিয়ে আমার সাথে কথা বলার সুযোগ পেয়েছে। যে যেটা চেয়েছে সেটি করার চেষ্টা করেছি। কাউকে খালি হাতে ফেরত যেতে দিইনি। সামনে উপজেলা নির্বাচন এসেছে। আবারও চেয়ারম্যান পদে নির্বাচন করব। বিগত নির্বাচনের মতো এবারও আমাকে ভোট দিয়ে অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ করার জন্য পুনরায় চেয়ারম্যান নির্বাচিত করবেন।

উঠান বৈঠকে বরুমচড়া ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযুদ্ধা শামসুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে ও এম হুমায়ুন কবির আজাদের সঞ্চালনায় বক্তব্য রাখেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের সদস্য এম মালেক, আনোয়ারা উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি জাফর উদ্দীন চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক ফজলুল করিম চৌধুরী বাবুল, সদস্য আবদুল আলীম, আজাদ সিকদার, এম এ সালাম, ইয়াছিন হিরু, নজরুল ইসলাম বকুল, নজরুল আনসারী মুজিব, মিজানুর রহমান সেলিম, এম উসমান গণি রাসেল, মো. ফোরকান প্রমুখ।

চাটগাঁ নিউজ/এসএ

Scroll to Top