ছেলেকে সঙ্গে নিয়ে র‌্যালি করলেন আবদুল্লাহ আল নোমান

চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রাম নগরীর হালিশহরের নয়াবাজার বিশ্বরোড মোড়ে ছেলেকে সঙ্গে নিয়ে দলীয় সমাবেশ ও র‌্যালি করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান। আজ মঙ্গলবার (১৭ ডিসেম্বর) বিকেলে বিজয় দিবস উপলক্ষে চট্টগ্রাম-১০ (ডবলমুরিং-হালিশহর) নির্বাচনী এলাকার বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে নগরের হালিশহর নয়াবাজার বিশ্বরোড মোড়ে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান। এ সময় তার সঙ্গে ছিলেন ছেলে শিক্ষাবিদ ব্যারিস্টার সাঈদ আল নোমান।

এসময় আবদুল্লাহ আল নোমান বলেন, অন্তবর্তী সরকার সংস্কার কার্যক্রম শুরু করেছে, আমরা সাধুবাদ জানাই। তবে সংস্কার কার্যক্রম হতে হবে দ্রুতগতিতে। অতি দ্রুত সংস্কার কাজ শেষ করে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে হবে। নির্বাচিত রাজনৈতিক সরকার ছাড়া দেশে স্থিতিশীলতা আসবে না। কারণ জনগণের কাছে নির্বাচিত সরকারের জবাবদিহিতা রয়েছে।

বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান নোমান বলেন, শহীদ জিয়া স্বাধীনতার ঘোষক হলেও মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে কোনো রাজনৈতিক সুবিধা গ্রহণ করেননি। আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের ইতিহাসকে বিকৃত করেছে। মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে এবং মুক্তিযুদ্ধের কৃতিত্বের মিথ্যা দাবি করে রাজনৈতিক ফায়দা হাসিলের মাধ্যমে দুর্নীতি ও লুটপাট করেছে।

তিনি বলেন, একটি মহল ত্রিশ লাখ শহিদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতা ও মুক্তিযুদ্ধকে নিয়ে নতুন করে অপপ্রচার চালাচ্ছে এবং ষড়যন্ত্র শুরু করেছে। এই ষড়যন্ত্র আমরা বীর মুক্তিযোদ্ধারা রুখে দেব। মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে যদি আমরা এগিয়ে যাই, তাহলে কোনো অপশক্তি আমাদের দমিয়ে রাখতে পারবে না।

সাবেক এই মন্ত্রী আরো বলেন, আগস্ট বিপ্লবে দেশ ছেড়ে পালিয়ে গিয়ে ভারতে নির্বাসিত স্বৈরাচার শেখ হাসিনা। রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে আওয়ামী লীগ এখন দেশবিরোধী ষড়যন্ত্র করছে। ফ্যাসিস্ট শেখ হাসিনা ও আওয়ামী লীগের দেশ এবং সার্বভৌমত্ব বিরোধী যে কোনো চক্রান্ত দেশের জনগণ এবং বিএনপি রাজনৈতিকভাবে প্রতিহত করবে।

হালিশহর থানা বিএনপির সাবেক সভাপতি মোশারফ হোসেন ডিপ্টির সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন, বিএনপির কেন্দ্রীয় শ্রম বিষয়ক সম্পাদক এ এম নাজিম উদ্দীন, নগর কমিটির সাবেক সহ-সভাপতি শামসুল আলম, যুগ্ম আহ্বায়ক আহমেদুল আলম চৌধুরী রাসেল, কেন্দ্রীয় শ্রমিক দলের যুগ্ম সম্পাদক শেখ নুরুল্লাহ বাহার, নগর মহিলা দলের সাধারণ সম্পাদক জেলী চৌধুরী।

সমাবেশ শেষে আবদুল্লাহ আল নোমানের নেতৃত্বে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়।

চাটগাঁ নিউজ/জেএইচ

Scroll to Top