পড়া হয়েছে: ৫০
চাটগাঁ নিউজ ডেস্ক : নগরের কোতয়ালীর কদমতলি রেলবিটে ছিনতাইকারীর ছুরিকাঘাতে খোকা (২২) নামে এক যুবক আহত হয়েছেন।
শুক্রবার (১২ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে।
পরে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়।
আহত যুবককে হাসপাতালে আনয়নকারী জানান, খোকা রেলবিটের নিচ দিয়ে যাওয়ার সময় অজ্ঞাত ছিনতাইকারী ছুরিকাঘাতে গুরুতর আহত হয়। সে একটি মাছের আড়তে কাজ করেন।
চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক বলেন, সহকর্মীরা গুরুতর আহত খোকাকে হাসপাতাল নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে ক্যাজুয়ালিটিতে ভর্তি করেন। তাহার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।
চাটগাঁ নিউজ/এসএ