পড়া হয়েছে: ৩৫
চাটগাঁ নিউজ ডেস্ক : ছাত্র-জনতার প্রতিরোধের মুখে ছত্রভঙ্গ হয়েছে আনসার সদস্যরা। টানা ১০ ঘণ্টা সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীদের অবরুদ্ধ রাখার পর ছাত্র-জনতার সম্মিলিত প্রতিরোধের মুখে ছত্রভঙ্গ হয় আনসার সদস্যরা।
রবিবার (২৫ আগস্ট) রাত সাড়ে ১০টায় সচিবালয়ের কয়েকটি গেটে সরেজমিন এমন চিত্র দেখা গেছে।
সরেজমিনে দেখা যায়, প্রথমদিকে দুই পক্ষ ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। এতে সংঘর্ষে প্রায় ৪০ জন শিক্ষার্থী ও আনসার সদস্য আহত হন। এক পর্যায়ে সেনাবাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।
এর আগে জাতীয়করণের এক দফা দাবিতে সকাল ১১টা থেকে সচিবালয়ের সবগুলো গেট বন্ধ করে সচিবালয়কে কার্যত অকার্যকর রাখা হয়।
চাটগাঁ নিউজ/এসএ