ছাত্র আন্দোলনে গুলি, স্বেচ্ছাসেবকলীগ নেতা গ্রেপ্তার

চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানার মুরাদপুর এলাকায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্রদের ওপর গুলি করার অভিযোগে মিঠুন চক্রবর্তী নামে স্বেচ্ছাসেবক লীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (২২ ডিসেম্বর) ফেনী মডেল থানার সুলতানপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

মিঠুন নগরের চকবাজার ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি। তিনি ওই এলাকার সাবেক কাউন্সিলর ও পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী নুর মোস্তফা টিনুর বিশ্বস্ত সহযোগী।

পুলিশ জানিয়েছে, গত ১৬ জুলাই নগরের ষোলশহর থেকে মুরাদপুর এলাকায় কোটা বাতিলের দাবিতে আন্দোলন করছিল ছাত্র-জনতা। ওই সময় আগ্নেয়াস্ত্র হাতে মিঠুনকে নিরস্ত্র ছাত্র-জনতার ওপর গুলিবর্ষণ করতে দেখা যায়। ওই মিঠুন ও তার সহযোগীদের গুলিতে ৩ জন নিহত এবং বেশ কয়েকজন গুলিবিদ্ধসহ আহত হন। এসব ঘটনায় পাঁচলাইশ থানায় দায়ের হওয়া একটি মামলার আসামি মিঠুন।

পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান বলেন, ছাত্রদের ওপর হামলার অভিযোগে দায়ের হওয়া মামলার অন্যতম আসামি মিঠুন। ঘটনার সময়ে আগ্নেয়াস্ত্র হাতে গুলি করার কয়েকটি ছবি অনলাইনে ছড়িয়ে পড়ে। এরপর থেকে পুলিশ তাকে গ্রেপ্তারের চেষ্টা করে। সবশেষ রোববার ফেনী থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সংশ্লিষ্ট মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

চাটগাঁ নিউজ/ইউডি 

Scroll to Top