চ্যাম্পিয়নস ট্রফিতে টাইগারদের ‘ষোড়শ সদস্য’ লিটন

ক্রীড়া ডেস্ক: চ্যাম্পিয়নস ট্রফি খেলতে আজ বৃহস্পতিবার রাতে দেশ ছাড়ছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। অনেকদিন ধরে বাংলাদেশ জাতীয় দলের অবিচ্ছেদ্য সদস্য লিটন দাস এবারের দলে নেই। ফর্মের কারণেই এবার তাকে রাখেননি বিসিবির নির্বাচকরা।

তবে টাইগারদের শুভকামনা জানাতে ভোলেননি তিনি। নিজেকে বাংলাদেশ দলের ষোড়শ সদস্য হিসেবেই মনে করছেন লিটন।

আজ রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্টে লিটন লেখেন, ‘অসাধারণ এই দলটিকে চ্যাম্পিয়নস ট্রফির জন্য শুভকামনা। আমার বিশ্বাস, মর্যাদাপূর্ণ এই টুর্নামেন্টে নিজেদের সেরাটা দেবে এই দল। টাইগাররা কীভাবে খেলে, গোটা বিশ্বকে তা দেখিয়ে দেওয়া যাক!’

লিটন আরও লেখেন, ‘আমি দলে জায়গা করে নিতে পারিনি, তবে এটিই আমাকে দলের সবচেয়ে বড় সমর্থক করে তুলেছে। প্রতিটি রান, উইকেট ও ক্যাচের জন্য গলা ফাটাব আমি। তোমাদের ষোড়শ সদস্য ভিন্ন এক ভূমিকায় থাকবে তোমাদের সঙ্গেই।’

জাতীয় দলের জার্সি গায়ে অনেকদিন ধরেই ফর্মে নেই লিটন। সর্বশেষ ৭ ইনিংসে পাননি দুই অঙ্কের রানের দেখা। ওয়ানডেতে সবশেষ ফিফটি পেয়েছিলেন ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপে। ভারতের বিপক্ষে সেই ফিফটি হাঁকানোর পর ১৩ ইনিংসে পাননি অর্ধশতকের দেখা।

লিটনকে দলে না রাখার ব্যাখ্যায় প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু বলেছিলেন, ‘লিটন আউট অব ফর্ম। আউটের প্যাটার্ন অনেকটা একইরকম। সাদা বলে পাওয়ার প্লেতে যে সুবিধা নেওয়া দরকার, সেটা হচ্ছে না। ক্রিজে টিকে থাকতে পারছে না। এক্সপোজ হয়ে গেছে। বিপক্ষ দলের অ্যানালিস্টরা লিটনের বিপক্ষে অনেক বেশি সফল হয়ে যাচ্ছে। তবু সুযোগ দিয়েছিলাম। কিন্তু আস্থার জায়গাটা এই মুহূর্তে সেই অবস্থানে নেই।’

আগামী ১৯ ফেব্রুয়ারি পাকিস্তান ও নিউজিল্যান্ডের ম্যাচ দিয়ে পর্দা উঠবে চ্যাম্পিয়নস ট্রফির। যেখানে দুইটি গ্রুপে ভাগ হয়ে খেলবে আটটি দল।

২০১৭ সালের পর এই প্রথম হতে যাওয়া টুর্নামেন্টটির গ্রুপ ‘এ’-তে আছে, পাকিস্তান (বর্তমান চ্যাম্পিয়ন), ভারত, নিউজিল্যান্ড, বাংলাদেশ। গ্রুপ ‘বি’-তে লড়বে অস্ট্রেলিয়া (বিশ্বকাপ চ্যাম্পিয়ন), দক্ষিণ আফ্রিকা, আফগানিস্তান, ইংল্যান্ড। ২০ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে বাংলাদেশ টুর্নামেন্ট শুরু করবে। টুর্নামেন্টটি চলবে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত। এশিয়া কাপের মতো চ্যাম্পিয়নস ট্রফিও হবে হাইব্রিড পদ্ধতিতে। ভারত তাদের ম্যাচগুলো খেলবে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে।

চ্যাম্পিয়নস ট্রফিতে বাংলাদেশ দল

নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, তাওহিদ হৃদয়, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলি, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, পারভেজ হোসেন ইমন, নাসুম আহমেদ, তানজিম হাসান সাকিব ও নাহিদ রানা।

চাটগাঁ নিউজ/জেএইচ

Scroll to Top