চিন্ময়ের পক্ষে ছিলো না আইনজীবী, পিছিয়েছে শুনানি 

চাটগাঁ নিউজ ডেস্ক: বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চের নেতা চিন্ময় কৃষ্ণ দাসের জামিন শুনানিতে তার পক্ষে আইনজীবী না থাকাতে পেছানো হয়েছে শুনানি। পরে রাষ্ট্রপক্ষের আবেদনের প্রেক্ষিতে পরবর্তী শুনানির দিন আগামী ২ জানুয়ারি ধার্য করা হয়েছে ।

মঙ্গলবার (৩ ডিসেম্বর) চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতের বিচারক সাইফুল ইসলাম আদালত এ আদেশ দেন। তবে এইদিন আসামি চিন্ময় কৃষ্ণ দাসকে আদালতে হাজির করা হয়নি।

বিষয়টি নিশ্চিত করে আদালতের নাজির নেছার আহমদ বলেন, আজ আসামিপক্ষের কোনো আইনজীবী উপস্থিত না থাকায় রাষ্ট্রপক্ষ জামিন পেছানোর আবেদন করে। সেই আবেদনের প্রেক্ষিতে আদালত শুনানি পিছিয়েছেন। আগামী ২ জানুয়ারি এই মিছকেইস মামলার শুনানির দিন ধার্য করা হয়েছে।

আদালত সূত্রে জানা গেছে, রাষ্ট্রপক্ষের হয়ে জামিন শুনানিতে অংশ নেন মহানগর আদালতের সরকারি কৌসুলি (পিপি) অ্যাডভোকেট মফিজুল হক ভূইয়া। এছাড়াও চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি ও সম্পাদকসহ শতাধিক আইনজীবী এইদিন শুনানিতে অংশ নেন।

এদিন সকাল থেকেই আদালত প্রাঙ্গণ ও আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়৷ আদালতের প্রবেশ মুখে ব্যক্তিগত গাড়ি ব্যতীত সকল যানবাহন প্রবেশে বাধা দেয়া হয়। ব্যক্তিগত গাড়িও তল্লাশি করে এরপর আদালত এলাকায় প্রবেশ করতে দেওয়া হচ্ছিল।

এছাড়া আদালতের প্রবেশ মুখে পুলিশ, সেনাবাহিনী ও র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) সদস্যরা সতর্ক অবস্থানে ছিল।

সম্প্রতি, চিন্ময়কাণ্ডে আদালত প্রাঙ্গণের অদূরে আইনজীবী আলিফ খুন এবং পুলিশের ওপর হামলা-গাড়ি ভাঙচুরের অভিযোগে পৃথক দুটি মামলা করে তার বাবা এবং ভাই। বাবার করা হত্যা মামলায় ৩১ জনকে আসামি করা হলেও ভাইয়ের করা মামলায় এজাহারনামীয় আসামি করা হয় ১১৬ জনকে। সেই মামলায় চিন্ময় কৃষ্ণের আইনজীবী সনাতন জাগরণ মঞ্চের নেতা চিন্ময় কৃষ্ণ দাসের অ্যাডভোকেট শুভাশিস শর্মাও ওই মামলার ৩৩ নম্বর আসামি। এছাড়াও তার অনুসারী আরও ৫০ জনের অধিক আইনজীবীকেও আসামি করা হয়েছে।

চাটগাঁ নিউজ/জেএইচ

Scroll to Top