চাটগাঁ নিউজ ডেস্ক : চট্টগ্রামের পটিয়ায় বেসরকারি হাসপাতালের চিকিৎসককে মারধর করার অভিযোগে রফিক হাসান (৪৬) নামে এক যুবলীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৬ এপ্রিল) রাতে পটিয়া পৌর সদর এলাকা থেকে গ্রেফতার করা হয় তাকে। বুধবার তাকে আদালতে পাঠানো হয়েছে।
এর আগে ১০ এপ্রিল মোটরসাইকেল দুর্ঘটনায় আহত এক রোগীকে পটিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসা দিতে দেরি করার অভিযোগে ডা. রক্তিম দাশকে মারধর করা হয়। এ ঘটনায় বৃহস্পতিবার রাতে হাসপাতালটির নির্বাহী পরিচালক এস এইচ খাদেমী বাদী হয়ে পটিয়া থানায় মামলা করেন।
মামলায় উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোহাম্মদ সৈয়দকে হুকুমের আসামি করা হয়। অন্য আসামিদের মধ্যে আছেন- মোহাম্মদ রুবেল, মোহাম্মদ মুকুল, মোহাম্মদ টিপু, রফিক হাসান, মোহাম্মদ সৈয়দসহ ১০-১২ জন।
পটিয়া থানার ওসি জসীম উদ্দিন বলেন, পটিয়া জেনারেল হাসপাতালে কর্তব্যরত চিকিৎসককে মারধর করার মামলার তদন্তে সিসিটিভি ফুটেজে হামলাকারীদের শনাক্ত করা হয়। এরমধ্যে রফিক হাসান নামের একজনকে গ্রেফতার করা হয়েছে।
চাটগাঁ নিউজ/এসএ