চাপে আছে মধ্য ও নিম্নবিত্ত সমাজ- ড. ওয়াহিদ উদ্দিন

চাটগাঁ নিউজ ডেস্ক: মূল্যষ্ফীতি বৃদ্ধির কারণে দেশের মধ্যবিত্ত ও নিম্নবিত্ত সমাজ চাপের মধ্যে রয়েছেন বলে মন্তব্য করেছেন পরিকল্পনা ও শিক্ষা উপদেষ্টা ড. ওয়াহিদ উদ্দিন মাহমুদ।

বুধবার (০৮ জানুয়ারি) জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা শেষে ব্রিফিং এ তিনি এসব কথা বলেন। রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে এ ব্রিফিং অনুষ্ঠিত হয়।

উপদেষ্টা বলেন, মূল্যস্ফীতি এখনো বাড়তিই আছে। এর ফলে দিনমজুরদের ওপর চাপ পড়ছে। মধ্যবিত্তরাও চাপে আছেন। করোনা ও গণঅভ্যুত্থানের কারণে আমাদের দীর্ঘমেয়াদি একটি ক্ষতি হয়েছে। রপ্তানি গতি ফিরে এসেছে। রেমিট্যান্স আগের থেকে বাড়ছে। এটা আশার কথা। কিন্তু মূল্যস্ফীতি এখনও বাড়তি। এর ফলে দিনমজুর, নিম্নবিত্তদের ওপর চাপ পড়ছে। মধ্যবিত্তরাও চাপে আছে। আমাদের অন্যতম প্রধান লক্ষ্য হলো একটি ভালো গণতান্ত্রিক ব্যবস্থা রচনা করা।

তিনি বলেন, ২০১০ সাল থেকে কোনো বছরেই মার্চের আগে বই যায়নি। কোনো কোনো বছর বই গিয়েছিল জুন-জুলাইয়ে। ৫০ বছর ধরে বাংলাদেশের ইতিহাস বিতর্কিত হয়েছে, সেটি নিয়ে কোনো সম্পাদকীয়, উপসম্পাদকীয় ছাপা হয়নি। অথচ রংপুরের আবু সাঈদের মৃত্যুর তারিখ ভুল হওয়া নিয়ে ব্যাপক নিউজ হয়েছে। আমরা বলেছি ভুল ভ্রান্তি হতে পারে। সেগুলো সংশোধন করা হবে।

চাটগাঁ নিউজ/ইউডি

Scroll to Top