পড়া হয়েছে: ৩৫
নিজস্ব প্রতিবেদক: নগরীর চান্দগাঁও থানার বহদ্দারহাট থেকে ‘নিষিদ্ধ’ ছাত্রলীগের সদস্য রিয়াজ উদ্দিন সিকদারকে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার (১৭ ডিসেম্বর) ভোরে তাকে গ্রেপ্তার করা হয়।
রিয়াজ উদ্দিন সিকদার (৩০), সাতকানিয়া থানার পুরানগড় এলাকার মোস্তফার বাপের বাড়ির নুরুল ইসলাম সিকদারের ছেলে।
চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব উদ্দিন জানান, চান্দগাঁও থানার মামলার আসামি রিয়াজ উদ্দিন সিকদার নগরের চান্দগাঁও থানার বহদ্দারহাট এলাকায় অবস্থান করছে-এমন সংবাদ পেয়ে গোপনে অভিযান চালিয়ে পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
চাটগাঁ নিউজ/ইউডি