চান্দগাঁওয়ে ছাত্রলীগ-যুবলীগের নেতাসহ আটক ৪

চাটগাঁ নিউজ ডেস্ক: নগরে চান্দগাঁওয়ে অভিযান চালিয়ে ছাত্রলীগ ও যুবলীগের নেতাসহ চারজনকে আটক করেছে পুলিশ। সোমবার (৩ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টা ২০ মিনিটের দিকে তাদের আটক করা হয়।

গ্রেপ্তাররা হলেন— মো. আরিফ (২০), মো. সুমন (৩০), মো. ইমরান হোসেন (৩২) এবং এসএম সেলিম উদ্দিন (৫৪)। এরমধ্যে আরিফ এবং সুমন ছাত্রলীগ নেতা, ইমরান হোসেন যুবলীগ নেতা এবং সেলিম উদ্দিন বায়েজিদ থানার ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক।

চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফতাব উদ্দিন জানান, আটক চারজন বিস্ফোরক মামলার আসামি। তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top