পড়া হয়েছে: ৯৪
নিজস্ব প্রতিবেদক: প্রতারণা, সাইবার সিকিউরিটি আইনসহ চার মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি হারুন অর রশিদ প্রকাশ বডি বিল্ডার হারুনকে (৩২) গ্রেপ্তার করেছে চট্টগ্রাম মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।
সোমবার (১৮ নভেম্বর) বিকালে চান্দগাঁও থানা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। পাহাড়তলী থানার মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।
এ ব্যাপারে চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফতাব উদ্দিন বলেন, চারটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি বডি বিল্ডার হারুনকে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম মহানগর ডিবি পুলিশ। তাকে কিছুক্ষণের জন্য আমাদের থানা হাজতে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে পাহাড়তলী থানায় হস্তান্তর করা হবে।
চাটগাঁ নিউজ/ইউডি/এসএ