চাঁদাবাজির অভিযোগে বিএনপি নেতা বহিষ্কার

চাটগাঁ নিউজ ডেস্ক: দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং সংগঠন বিরোধী কার্যকলাপের অভিযোগে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির এক নেতাকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃত ওই নেতা হলেন মো. শহিদুল আজম ওরফে মোল্লা আজম। তিনি চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহ্বায়ক গোলাম আকবর খোন্দকার স্বাক্ষরিত এক চিঠিতে তাকে বহিষ্কার করা হয়।

চিঠিতে উল্লেখ করা হয়েছে, গত ৫ আগস্টের পর থেকে চাঁদাবাজিসহ অসংখ্য অভিযোগ এবং শহিদুল আজমের বিরুদ্ধে থানায় মামলা হওয়ায় দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়। ফটিকছড়ি উপজেলা বিএনপির আহ্বায়ক কর্নেল মো. আজিম উল্লাহ বাহার (অব.) এবং যুগ্ম আহ্বায়ক ছালা উদ্দিনের সুপারিশে তাকে কমিটির সদস্য পদসহ সব ধরনের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

দলীয় সূত্রে জানা যায়, শহিদুল আজমের বিরুদ্ধে চাঁদাবাজি, জমি দখলসহ নানা অভিযোগ রয়েছে। ২০১৮ সালে দলের সিদ্ধান্তের বিরুদ্ধে গিয়ে ফটিকছড়ির ১০ নম্বর সুন্দরপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশগ্রহণ করেন। তার এসব কর্মকাণ্ডের কারণে আগের ৩টি মামলা এবং গত ৫ আগস্টের পর আরো ২টি মামলা হয়। তাই দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং সংগঠনবিরোধী এসব কাজে জড়িত থাকার অভিযোগে তাকে দল থেকে বহিস্কার করার সুপারিশ করে উপজেলা বিএনপি।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top