চসিক ‘স্বাধীনতা স্মারক সম্মাননা’ পদক পাচ্ছেন ১০ কৃতি ব্যক্তিত্ব

চাটগাঁ নিউজ ডেস্ক : নানা ক্ষেত্রে অসামান্য অবদান রাখায় মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে চট্টগ্রামের দশ কৃতি ব্যক্তিত্বকে স্বাধীনতা স্মারক সম্মাননা পদক দিচ্ছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)।

মঙ্গলবার (২৬ মার্চ) বিকেল ৩টায় নগরীর থিয়েটার ইনস্টিটিউট হলে চসিক মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরী প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে তাঁদের কাছে স্বাধীনতা স্মারক সম্মাননা পদক হস্তান্তর করবেন।

এবারের বিজয়ী ১০ বিশেষ ব্যক্তি হলেন- মুক্তিযুদ্ধে ভূমিকার জন্য শহীদ স্বপন চৌধুরী, স্বাধীনতা আন্দোলনের জন্য জাহানারা আঙ্গুর, সমাজসেবায় সৈয়দ মোরশেদ হোসেন, চিকিৎসা উন্নয়নে ডা. এখলাছ উদ্দিন, শিক্ষায় অধ্যক্ষ ফজলুল হক, ক্রীড়ায় ম্যাকাও (মরণোত্তর), সঙ্গীতে সৈয়দ মহিউদ্দিন, সাংবাদিকতায় ডেইজি মওদুদ, শিল্প উন্নয়নে এশিয়ান গ্রুপের এম এ সালাম ও চট্টগ্রামের আঞ্চলিক ভাষা আন্তর্জাতিক করণে সিপ্লাস টিভি ও চাটগাঁ নিউজের প্রধান সম্পাদক আলমগীর অপু।

চাটগাঁ নিউজ/এসএ

Scroll to Top