চাটগাঁ নিউজ ডেস্ক : চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয় স্থাপন প্রকল্পের পরিচালক হিসেবে দায়িত্ব পেয়েছেন প্রতিষ্ঠানটির উপাচার্য অধ্যাপক ডা. মো. ইসমাইল খান।
চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মুখপাত্র ডাক্তার বিদ্যুৎ বড়ুয়া জানিয়েছেন, বুধবার (৩ এপ্রিল) স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ মোহসীন উদ্দিনের স্বাক্ষরিত প্রজ্ঞাপনে উপাচার্য অধ্যাপক ডা. মো. ইসমাইল খানকে নিজ দায়িত্বে অতিরিক্ত হিসেবে প্রকল্প পরিচালকের দায়িত্ব পালন করে যেতে বলা হয়েছে।
গত বছরের ৫ সেপ্টেম্বর জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) এক সভায় চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অবকাঠামো নির্মাণে ১ হাজার ৮৫১ কোটি ৫৯ লাখ টাকার প্রকল্প অনুমোদন হয়।
প্রকল্প বিবরণ অনুযায়ী, বিশ্ববিদ্যালয়ের আওতাধীন ৮০০ শয্যার ১৫ তলা হাসপাতাল হবে। এতে চিকিৎসকদের পোস্ট-গ্র্যাজুয়েট কোর্স চালুর জন্য ১০ ফ্যাকাল্টিসহ ৬৯টি চিকিৎসা বিভাগ থাকবে।
বিশ্ববিদ্যালয়ের পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের উপ-পরিচালক বিদ্যুৎ বড়ুয়া বলেন, ‘প্রকল্প পরিচালক নিযুক্ত হওয়ায় এখন চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয় স্থাপন কার্যক্রম দ্রুততর হবে। প্রকল্পের মেয়াদকাল চার বছর অর্থাৎ ২০২৭ সালের মধ্যে প্রকল্পের কাজ শেষ হবে। এর মধ্য দিয়ে চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয় পূর্ণাঙ্গ রূপ পাবে।’
চাটগাঁ নিউজ/এসএ