পড়া হয়েছে: ৪১
চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের বহির্বিভাগ থেকে তিনজন দালালকে আটক করেছে পুলিশ।
শনিবার (৫ অক্টোবর) দুপুরে তাদের আটক করা হয় বলে জানান চমেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরল আলম আশেক। বাদল দাস (৫১), মো. সালাউদ্দিন(৩৫) ও মোশারফ হোসেন (৩৪) নামের এই তিনজন বহির্বিভাগে আসা রোগীদের বিভিন্ন হাসপাতালে নেয়ার চেষ্ঠা করছিল বলে জানা যায়।
এছাড়া তারা রোগীদের বিভিন্নভাবে হয়রানি করতো। তাদের আটকের পর আদালতে পাঠানো হয়েছে।
চাটগাঁ নিউজ/জেএইচ