সীতাকুণ্ড প্রতিনিধি : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সিনেট সদস্য হিসেবে মনোনীত হয়েছেন চট্টগ্রাম -৪ সীতাকুণ্ড আসনের সংসদ সদস্য এস এম আল মামুন। জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি মামুনকে মনোনয়ন দেন।
গত ৫ জুনের বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের উপসচিব মো. মাহবুবুল জামিল স্বাক্ষরিত এক চিঠিতে মনোনয়নের বিষয়টি নিশ্চিত করা হয়।
এস এম আল মামুন ছাড়াও চট্টগ্রামের আরো চারজন এমপি চবির সিনেট সদস্য মনোনীত হন।
তারা হলেন- চট্টগ্রাম-৬ (রাউজান) আসনের সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরী, কক্সবাজার-২ (কুতুবদিয়া- মহেশখালী) আসনের সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক, চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য খাদিজাতুল আনোয়ার সনি এবং চট্টগ্রাম-১ আসনের সংসদ সদস্য মাহাবুব উর রহমান রুহেল।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম হলো ‘সিনেট’। বিশ্ববিদ্যালয়ের বাজেটসহ প্রায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এই সিনেটেই অনুমোদন দেওয়া হয়। বিভিন্ন ক্যাটাগরির সরকার মনোনীত প্রতিনিধি, শিক্ষক প্রতিনিধি ও রেজিস্টার্ড গ্র্যাজুয়েট প্রতিনিধিসহ ১২ ক্যাটাগরির প্রতিনিধি নিয়ে এই সিনেট গঠিত।
চাটগাঁ নিউজ/কামরুল/এসআইএস