চাটগাঁ নিউজ ডেস্ক : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) দুই শিক্ষার্থীর ওপর মুখোশধারীদের হামলার ঘটনা ঘটেছে। মুখোশধারী ৮ থেকে ১০ জন এই হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী দুই শিক্ষার্থী। এর প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে তালা দিয়েছেন সাধারণ শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ক্যাম্পাসের পরিবহন দপ্তরের সামনে এ ঘটনা ঘটে।
এ ঘটনা জানাজানি হলে আজ শুক্রবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যায় সাধারণ শিক্ষার্থীরা জড়ো হয়ে প্রতিবাদ জানান। পরে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে তালা লাগিয়ে দিয়েছে বলে জানা গেছে।
হামলার শিকার ওই দুই শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের প্রথম বর্ষে অধ্যয়নরত। তারা নাম প্রকাশ না করার শর্তে বলেন, হামলাকারীরা আমাদের মেরে ফেলার হুমকি দিয়েছে, দেশীয় অস্ত্র দেখিয়ে ভয়ভীতি প্রদর্শন করেছে। এ ঘটনায় আমরা আতঙ্কিত।
ভুক্তভোগী ও আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা গেছে, গতকাল রাতে বিভাগের শিক্ষার্থীরা কেন্দ্রীয় খেলার মাঠে বারবিকিউ পার্টির আয়োজন করেন। রাত সাড়ে ১২টার দিকে ওই দুই শিক্ষার্থী সেখান থেকে ফিরছিলেন। কেন্দ্রীয় খেলার মাঠ থেকে পরিবহন দপ্তরের সামনে আসতেই একদল মুখোশধারী তাদের ওপর আক্রমণ করে। দুই শিক্ষার্থীর একজনকে তুলে তারা পরিবহন দপ্তরের সামনের ঝুপড়িতে, আরেকজনকে পাহাড়ের দিকে নিয়ে যায়। সেখানে নিয়ে দুজনকে মারধর করা হয়। পরে একটি মোটরসাইকেল আসতে দেখে হামলাকারীরা তাদের ছেড়ে দিয়ে চলে যায়।
এ ঘটনায় জানাজানি হলে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থীরা নিরাপত্তা দপ্তরে গিয়ে বিক্ষোভ করেন।
ভুক্তভোগী দুই শিক্ষার্থী জানান, অন্তত ৫০ বার কল করা হলেও প্রক্টরিয়াল বডির সদস্যরা কল রিসিভ করেননি। কোনো কিছু বুঝে ওঠার আগেই তাদের ওপর হামলা করা হয়। হামলাকারীদের তাদের কাছে শিক্ষার্থীই মনে হয়েছে। হামলাকারীদের হাতে হাতুড়িসহ ধারালো অস্ত্র ছিল।
তারা আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের একজন নিরাপত্তা প্রহরী পুরো ঘটনা দেখলেও কোনো পদক্ষেপ নেননি। বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডিকে আমাদের অনেক সহপাঠী ফোন দিয়ে সাড়া পাননি। আমরা এ ঘটনায় আতঙ্কিত। এর সুষ্ঠু বিচার চান।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক তানভীর মোহাম্মদ হায়দার আরিফ বলেন, ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গে প্রক্টরিয়াল বডির একজন সদস্য ঘটনাস্থলে গিয়েছেন। আগামী রোববার সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে তাঁরা ব্যবস্থা নেবেন।
চাটগাঁ নিউজ/এসএ