চপইতে সংঘর্ষ: ছাত্রদল-শিবিরের পাল্টাপাল্টি হামলার অভিযোগ

চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রাম পলিটেকনিক্যাল ইনস্টিটিউটে (চপই) আবাসিক হলের সিট বরাদ্দ নিয়ে আধিপত্য বিস্তারের জের ধরে দু’পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে।  বৃহস্পতিবার (২১ নভেম্বর) বিকেলে দফায় দফায় এ সংঘর্ষের ঘটনা ঘটেছে।

জানা গেছে, ছাত্রদল ও ছাত্র শিবিরের নেতাকর্মীরা এ সংঘর্ষে জড়িয়েছে।

নগর ছাত্রদলের সভাপতি শরিফুল ইসলাম তুহিনের অভিযোগ, সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে বৈষম্যহীনভাবে সিট বরাদ্দের দাবি জানালে সেখানে ছাত্রশিবিরের কর্মীরা হামলা চালায়।

তিনি বলেন, চট্টগ্রাম কলেজের মতো করে পলিটেকনিকেও হল দখল করছে শিবিরের নেতা-কর্মীরা। সাধারণ শিক্ষার্থীদের সময় না দিয়ে তারা (শিবির) নিজেরাই হল বরাদ্দ দিচ্ছে প্রশাসনকে জিম্মি করে। এ নিয়ে সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে শিবিরের সংঘর্ষ হয়।

অপরদিকে অভিযোগ অস্বীকার করে চট্টগ্রাম উত্তর ছাত্রশিবিরের প্রচার ও প্রকাশনা সম্পাদক সালাউদ্দিন আকাশ বলেন, আগে এক সময় পলিটেকনিক্যালে ছাত্র শিবিরের আধিপত্য থাকলেও এখন আর তা নেই। অবস্থা বিবেচনায় আমাদের সাংগঠনিক কার্যক্রম ওখানে পরিচালিত হয় না। ওখানে মূলত হলের সিট বরাদ্দ করতে গেলে ছাত্রদল ও স্থানীয় টোকাইরা বাধা দিতে আসে। এক পর্যায়ে তারা সাধারণ শিক্ষার্থীদের উপর হামলা চালায়। এতে শিবিরের কেউ যুক্ত ছিল না।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপ পুলিশ কমিশনার (উত্তর) ফয়সাল আহমেদ বলেন, চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রাবাসে ওঠা নিয়ে দুই পক্ষের সংঘর্ষ হয়েছে। সেখানে আমাদের একটি টিম আছে। এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

চাটগাঁ নিউজ/জেএইচ

Scroll to Top