চন্দ্রঘোনা থানা পুলিশের অভিযানে ইয়াবা সহ আটক ১

কাপ্তাই প্রতিনিধি: রাঙামাটির কাপ্তাই উপজেলাধীন চন্দ্রঘোনা থানা পুলিশ এর অভিযানে ৭ শত ৮২ পিস ইয়াবা সহ ১ জনকে আটক করা হয়েছে।

আটককৃত জয়নাল আবেদীন (৪৫) খাগড়াছড়ি জেলার দীঘিনালা উপজেলার  ছোট হাজাছড়া বীরবাহু হেডম্যান পাড়ার বাসিন্দা।

শুক্রবার ( ১১ আগস্ট) সন্ধ্যা ৭ টা ৫ মিনিটে  চন্দ্রঘোনা- বাঙ্গালহালিয়া সড়কের রাইখালী টেকের মোড় এলাকায় চন্দ্রঘোনা থানার উপ পরিদর্শক ( এসআই) মো: মোয়াজ্জেম হোসেন ও সঙ্গীয় পুলিশ ফোর্স অভিযান পরিচালনা করে ৭ শত ৮২ পিস ইয়াবা সহ তাঁকে আটক করে।

এসময় তাঁর সঙ্গে থাকা একজন পুলিশের উপস্থিতি টের পেয়ে দৌঁড়ে পালিয়ে যায়।

চন্দ্রঘোনা থানার ওসি শফিউল আজম বাবু ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, চন্দ্রঘোনা থানাধীন রাইখালী বাজার এলাকায় পুলিশ  অবস্থান করাকালে গোপনসূত্রে সংবাদ পায় যে, কক্সবাজার হতে ২জন ব্যক্তি অবৈধ ইয়াবা বহন করে চন্দ্রঘোনা ফেরীঘাট দিয়ে চট্টগ্রামের দিকে যাচ্ছে।

সংবাদটি পাওয়ার সাথে সাথে ঐ এলাকায় পুলিশ অভিযান পরিচালনা করে এবং ইয়াবা সহ ১ জনকে আটক করে। তাঁর সাথে থাকা ১ জন পালিয়ে যায়।

আটককৃত ব্যক্তির বিরুদ্ধে  চন্দ্রঘোনা থানার উপ পরিদর্শক মো: মোয়াজ্জেম হোসেন বাদি হয়ে  মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা দায়ের করেন।

পুলিশ জানান, আটককৃত ব্যক্তিকে  শনিবার সকালে রাঙামাটি কোর্টে প্রেরণ করা হয়েছে।

Scroll to Top