চাটগাঁ নিউজ ডেস্ক : চট্টগ্রামের চন্দনাইশে ‘কক্সবাজার এক্সপ্রেস’ ট্রেনে কাটা পড়ে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। আজ সোমবার (১০ জুন) দুপুরে চন্দনাইশের হাশিমপুর ইউনিয়নের হাশিমপুর মোজাহের পাড়া বরুমতি রেল ব্রিজ এলাকায় এ ঘটনা।
কক্সবাজার রেললাইনে চলাচলকরা কাটা পড়ে এখন পর্যন্ত ওই বৃদ্ধের পরিচয় পাওয়া যায়নি। রেললাইন পার হওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় বাসিন্দা মো. আবদুল আজিজ বলেন, রেললাইন পার হওয়ার পথে ট্রেনের ধাক্কায় ওই বৃদ্ধ গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে চন্দনাইশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় তাকে। পথে অবস্থার অবনতি হলে তাকে বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
চন্দনাইশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. ফারজানা কালাম বলেন, গুরুতর আহত ওই বৃদ্ধের অবস্থা আশঙ্কাজনক ছিল। প্রাথমিক চিকিৎসার শেষে তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছিল।
চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি (তদন্ত) যুযুৎসু যশ চাকমা বলেন, ট্রেনে ধাক্কায় একজন মারা যাওয়ার খবর পেয়েছি। হাসপাতালে থানার পুলিশের একটি টিম পাঠানো হয়েছে। বিষয়টি চট্টগ্রাম রেলওয়ে থানার ওসিকে অভিহিত হয়েছে।
দোহাজারী রেলওয়ে স্টেশন মাস্টার ইকবাল হোসেন বলেন, ট্রেনে কাটা পড়ে এক বৃদ্ধের মৃত্যুর খবর জানা নেই। খোঁজ নিয়ে দেখছি।
চাটগাঁ নিউজ/এসআইএস