চন্দনাইশ প্রতিনিধি: বিএনপির ডাকা হরতালের আগের দিন চট্টগ্রামের চন্দনাইশে দাঁড়িয়ে থাকা একটি মিনিবাসে আগুন দিয়েছে ।সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কের চন্দনাইশ উপজেলার বাদামতল ফকিরহাট এলাকায় এ ঘটনা ঘটে।
চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম ওবায়দুল ইসলাম মঙ্গলবার সকালে বলেন, সড়কে দাঁড়িয়ে থাকা মজিদিয়া নামক যাত্রীবাহী মিনিবাসে (রেজিঃ নং চট্টমেট্রো ব-১১-০৫১৮) অগ্নিসংযোগ করেছে দূর্বত্তরা। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। বাসের ভেতর কেউ না থাকায় হতাহতের ঘটনা ঘটেনি। আগুনে বাসের আসনগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে।
ওসি এস এম ওবায়দুল ইসলাম আরও বলেন, কে বা কারা আগুন দিয়েছে আশপাশের লোকজনও সে ব্যাপারে কিছু জানাতে পারেননি। জড়িত ব্যক্তিদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
জানা যায়, গার্মেন্টস শ্রমিক বহনকারী বাসটি আগুন নিয়ন্ত্রণে আসলে চালক সরোয়ার (৪০) ঘটনাস্থল থেকে নিয়ে যায়।
এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।বিএনপি আজ সকাল–সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে।