পড়া হয়েছে: ৩৩
চাটগাঁ নিউজ ডেস্ক : চন্দনাইশে পিকআপের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে একজন সিএনজি অটোরিকশা চালক নিহত হয়েছেন। নিহত অটোরিকশা চালক হলেন মো. ফরহাদ।
বৃহস্পতিবার (১৬ মে) চট্টগ্রাম -কক্সবাজার মহাসড়কের মহাসড়কের দেওয়ানহাটের অদূরে দোহাজারীর পৌরসভার জাসিম কনভেনশন হলের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ফরহাদ মো: ফরহাদ সাতকানিয়া উপজেলার পশ্চিম ঢেমশা ইউনিয়নের পূর্ব গাটিয়াডাঙ্গা এলাকার আবু তালেবের ছেলে।
দোহাজারী হাইওয়ে থানার ওসি খান মো. এরফান জানায়, চট্টগ্রাম থেকে কক্সবাজারমুখী একটি সিএনজি অটোরিকশার সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপের সঙ্গে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে অটোরিকশা চালক মো. ফরহাদ মারাত্মক আহত হন। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে দোহাজারী হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
চাটগাঁ নিউজ/এসআইএস