চন্দনাইশে নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় যুব দিবস পালিত

চন্দনাইশ প্রতিনিধি: ‘স্মার্ট যুব সমৃদ্ধ দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’ প্রতিপাদ্য নানা আয়োজনের মধ্য দিয়ে চট্টগ্রামের চন্দনাইশে জাতীয় যুব দিবসের কর্মসূচি পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষ্যে র‌্যালি, আলোচনা সভা, যুব ঋণের চেক বিতরণ, প্রশিক্ষণ ভাতা  ও প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদপত্র বিতরণ করা হয়।

চন্দনাইশ উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের  আয়োজনে দিবসটি উপলক্ষ্যে বুধবার (১ নভেম্বর) সকালে উপজেলা পরিষদের সামনে থেকে র‌্যালি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা ভিডিও কনফারেন্স হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা বেগমের সভাপতিত্বে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আ.ন.ম সালেহ উদ্দিনের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন চন্দনাইশ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আবদুল জব্বার চৌধুরী।

এতে আরও উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মওলানা মোঃ সোলাইমান ফারুকী, চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) ওবায়দুল ইসলাম, কৃষি অফিসার আজাদ হোসেন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রতন কুমার সাহা, উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর আকতার সানজিদা জাফর পপি, উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ হাসান আহসানুল কবির, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী ফরহাদ হোসেন প্রমুখ।

পরে স্থানীয় ১০ জন যুবকের হাতে বিভিন্ন হারে ৫ লাখ ৫০ হাজার টাকার ঋণের চেক ও প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।

Scroll to Top