পড়া হয়েছে: ৫৩
চন্দনাইশ প্রতিনিধিঃ আচরণ বিধি লঙ্ঘনের দায়ে চট্টগ্রামের চন্দনাইশ উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী আবু আহমেদ চৌধুরী জুনুর প্রার্থিতা বাতিল করেছে নির্বাচন কমিশন।
আজ রবিবার (২৬ মে) রাজধানীর নির্বাচন কমিশন ভবনে দুই প্রার্থীর শুনানি শেষে কমিশনের চূড়ান্ত সিদ্ধান্তের কথা সাংবাদিকদের জানিয়েছেন সচিব জাহাঙ্গীর আলম। এর আগে বেলা ১১ টা থেকে পর্যায়ক্রমে দুই প্রার্থী উপস্থিত হয়ে কাজী হাবিবুল আউয়াল কমিশনের কাছে ব্যাখ্যা দেন।
উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী আবু আহমেদ চৌধুরী জুনর মনোনয়ন পত্র বাতিল হওয়ায় অপর প্রার্থী জসিম উদ্দিনের সমর্থকরা চন্দনাইশের সর্বত্র মিষ্টি বিতরণ ও আনন্দ মিছিল করেছে।
অপরদিকে আবু আহমদ জুনু বলেন, তার সাথে ষড়যন্ত্র করে প্রার্থীতা বাতিল করা হয়েছে, এমনকি তাকে আপিল করার সুযোগও দেয়া হচ্ছে না বলে তিনি অভিযোগ করেন।
চাটগাঁ নিউজ/ফয়সাল/ এসআইএস