নিজস্ব প্রতিবেদকঃ নগরীর সানমার শপিং কমপ্লেক্সে অভিযান চালিয়ে একটি দোকানকে ক্রয়মূল্য রশিদ না থাকায় ও নির্ধারিত মূল্যের চেয়ে অধিক দামে পোশাক বিক্রির দায়ে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
শনিবার (২৩ মার্চ) নগরীর জিইসি মোড়ে অবস্থিত সানমার শপিং কমপ্লেক্সে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রামের বিভাগীয় সহকারী পরিচালক নাসরিন আক্তার ও আনিসুর রহমানের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়।
অভিযানের বিষয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক নাসরিন আক্তার চাটগাঁ নিউজকে বলেন, ঈদের কেনাকাটার এই সময়টাতে কিছু অসাধু ব্যবসায়ী বেশি মুনাফার লোভে মূল্য তালিকার চেয়ে অধিক দামে পণ্য বিক্রয়ে মেতে উঠে। অসাধু ব্যবসায়ীদের এই অনিয়ম রোধে আজকে সানমার শপিং কমপ্লেক্সে আমরা অভিযান চালায়। এসময় ‘সাজ’ নামের এক দোকানকে নির্ধারিত মূল্যের অধিক দামে পোশাক বিক্রি করায় আমরা সতর্কতা মূলক ১০ হাজার টাকা জরিমানা করেছি।
তিনি আরো বলেন, যেসব ব্যবসায়ী অধিক মুনাফার লোভে পণ্যের দাম বাড়িয়ে বিক্রি করছে তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট প্রশাসন অভিযান চলমান থাকবে।
চাটগাঁ নিউজ/এসবিএন