চাটগাঁ নিউজ ডেস্কঃ রাউজানে পণ্যের যথাযথ মূল্য তালিকা সংরক্ষণ না করা, অধিক মূল্যে পণ্য বিক্রি এবং মেয়াদোত্তীর্ণ পণ্য রাখায় ৯ ব্যবসা প্রতিষ্ঠানকে ২৪ হাজার টাকা জরিমানা করা করেছে উপজেলা প্রশাসন।
বৃহস্পতিবার (১৪ মার্চ) উপজেলার নোয়াজিষপুর নতুনহাট বাজার ও গহিরা বাজারে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রিদুয়ানুল ইসলামের নেতৃত্বে উক্ত অভিযান পরিচালিনা করা হয়।
অভিযান পরিচালনা বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রিদুয়ানুল ইসলাম চাটগাঁ নিউজকে জানান, রমজান মাসে ভোক্তাদের চাহিদাকে পুঁজি করে কিছু অসাধু ব্যবসায়ী বেশি মূল্যে পণ্য বিক্রি করতে চান। এ বিষয়টিকে সামনে রেখে চট্টগ্রাম জেলা ম্যাজিস্ট্রেটের নির্দেশনা মোতাবেক নিয়মিত ভোগ্যপণ্যের বাজার স্বাভাবিক রাখার প্রয়াসে বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
অভিযান পরিচালনাকালীন সময়ে রাউজান উপজেলার স্যানিটারি ইন্সপেক্টর আতিকুর রহমান ও রাউজান থানা পুলিশের টিম অভিযানে সহযোগিতা করেন।
চাটগাঁ নিউজ/এসবিএন