বন্যায় চট্টগ্রামের সঙ্গে সারা দেশের ট্রেন যোগাযোগ বন্ধ

চাটগাঁ নিউজ ডেস্ক : ফেনী ও কুমিল্লায় বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় বৃহস্পতিবার (২২ আগস্ট) দুপুরের পর থেকে চট্টগ্রাম থেকে ট্রেন চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ।

এই সিদ্ধান্তের কারণে চট্টগ্রাম স্টেশন থেকে ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে চলাচলরত আন্তঃনগরসহ সব ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

রেলওয়ে সূত্র জানায়, চট্টগ্রাম স্টেশন থেকে বৃহস্পতিবার সকালে ঢাকাগামী সুবর্ণ এক্সপ্রেস এবং সিলেটগামী পাহাড়িকা এক্সপ্রেস ছেড়ে গিয়েছিল। কিন্তু বন্যার কারণে ট্রেনগুলো গন্তব্যে যেতে পারেনি। পুনরায় সেগুলোকে ফিরতে হয়েছে।

বাংলাদেশ রেলওয়ের কন্ট্রোল রুম (সিটিজি বিভাগ) জানায়, সকাল ১০টা ২০ মিনিটের দিকে ফেনীর ফাজিলপুর এলাকার রেললাইন বন্যার পানিতে তলিয়ে যায়। অনেক জায়গায় রেলসেতুর ওপর দিয়ে পানি চলাচল করছে। এছাড়া লাইন থেকে অনেক জায়গায় পাথরও সরে গেছে। এ কারণে ফেনীর কাছে থেকে দুটি ট্রেনকে চট্টগ্রামে ফিরতে হয়েছে। অন্যদিকে বন্যার পানিতে কুমিল্লায় রেললাইন উপড়ে যাওয়ার খবর পাওয়া গেছে।

চট্টগ্রাম থেকে ঢাকা, জামালপুর, সিলেট ও চাঁদপুরে প্রতিদিন ১১টি আন্তঃনগর ট্রেন চলাচল করে। এ ছাড়া কক্সবাজার, নাজিরহাট, চাঁদপুর, ঢাকা, ময়মনসিংহে লোকাল ও কমিউটার ট্রেন চলাচল করে নিয়মিত।

বন্যা পরিস্থিতির অবনতির কারণে ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছে বলে জনিয়েছেন রেলওয়ের পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক মোহাম্মদ নাজমুল ইসলাম।

তিনি বলেন, ‘বন্যার পরিস্থিতি খারাপ হওয়ায় ফেনীতে রেললাইন ও রেলসেতুর ওপর দিয়ে পানি চলাচল করছে। একই অবস্থা হয়েছে সিলেটের একটি রেলসেতুতেও। চট্টগ্রাম–কক্সবাজার রেললাইনেও পাহাড় ধস হয়েছে। এ অবস্থায় ট্রেন চালানো খুবই বিপজ্জনক। তাই যাত্রীদের নিরাপত্তা এবং রেলের সম্পদ রক্ষায় ট্রেন চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে।’

বন্যা পরিস্থিতি স্বাভাবিক হলে ট্রেন চলাচলের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান রেলওয়ের পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক।

চাটগাঁ নিউজ/এআইকে

Scroll to Top