চট্টগ্রামে ৫ ও ৮ আসন ছেড়ে দিল আওয়ামী লীগ

চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রামে ৫ ও ৮ আসন ছেড়ে দিল আওয়ামী লীগ। সারাদেশে জাতীয় পার্টি ও শরিক ১৪ দলের জন্য ৩২টি আসন বরাদ্দ দিয়েছে আওয়ামী লীগ।

আজ রোববার (১৭ ডিসেম্বর) বিকেলে এ ঘোষণা দেয়া হয়েছে।

এরই মধ্যে ঢাকার ২০টি আসনে মনোনয়ন প্রত্যাহার করেছেন ৩২ জন। এরমধ্যে বিভাগীয় কমিশনার কার্যালয়ে ২৫ জন এবং বাকি ৭ জন জেলা প্রশাসক কার্যালয়ে।

চট্টগ্রামে  জাতীয় পার্টির জন্য  যে আসনে নৌকার প্রার্থী প্রত্যাহার করা হয়েছে সেগুলো হলো–

চট্টগ্রাম-৫ এ আওয়ামী লীগ প্রার্থী আবদুস সালাম মনোনয়ন প্রত্যাহার করে তার স্থানে লড়বেন জাপার আনিসুল ইসলাম মাহমুদ।

চট্টগ্রাম-৮ আসনে ক্ষমতাসীন দলের নোমান আল মাহমুদের জায়গায় থাকবেন জাতীয় পার্টির সোলায়মান আলম শেঠ।

এবারের নির্বাচনে ২৯৮টি আসনে প্রার্থী দেয় আওয়ামী লীগ। ইসির যাচাই-বাছাইয়ে পর পাঁচজন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়। এছাড়া জাতীয় পার্টি ও শরিক দলকে ৩২টি আসন ছেড়ে দেওয়ার পর ২৬১টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে ক্ষমতাসীন দলটির প্রার্থীরা।

Scroll to Top