চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দরে সিগারেটের প্যাকেট থেকে ১৪টি স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে।
এনএসআই শুক্রবার (২৬ জানুয়ারি) সকাল পৌণে ১০টায় এ স্বর্ণের বড় চালান উদ্ধার।
চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দর থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এনএসআই চট্টগ্রাম বিমানবন্দর টিম এবং শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের যৌথ অভিযানে আন্তর্জাতিক আগমনী ২ নং কনভেয়ার বেল্ট থেকে পরিত্যক্ত অবস্থায় স্বর্ণ উদ্ধার করে। উদ্ধার হওয়া ১৪ টি স্বর্ণবার (২৪ ক্যারেট, ১ কেজি ৬৩১ গ্রাম )। স্বর্ণগুলো ১টি সিগারেটের প্যাকেটের ভেতরে লুকায়িত ছিল।
তারা জানান,স্বর্ণগুলো এয়ার এরাবিয়া এয়ারলাইন্সের জি নাইন-৫২৬ যোগে চট্টগ্রাম বিমানবন্দরে এসে থাকতে পারে। উদ্ধার করা স্বর্ণ বিমানবন্দর শুল্ক গোয়েন্দার কাছে হস্তান্তর করা হয়েছে। যার আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৪০ লক্ষ টাকা।
চাটগাঁ নিউজ/এমআর