চাটগাঁ নিউজ ডেস্ক : চট্টগ্রামে কোটা আন্দোলনকারীদের সাথে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ চলাকালে নগরীর জামালখান, চেরাগী পাহাড় ও আন্দরকিল্লা এলাকা থেকে পুলিশ ২০ জনকে আটক করেছে। তাদের থানায় নিয়ে যাছাই বছাই করা হচ্ছে। পুলিশ বলছে আটককৃতদের মধ্যে কোন ছাত্র থাকলে তাদের ছেড়ে দেয়া হবে। তবে অন্য কোন দুস্কৃতকারী থাকলে তাদের গ্রেপ্তার দেখানো হবে।
এ দিকে সংঘর্ষে দুই পুলিশ সহ অন্তত ১০ জন আহত হয়েছে বলে জানা গেছে।
সিএমপির উপ-কমিশনার (জনসংযোগ) কাজী মো. তারেক আজিজ জানান, সংঘর্ষের ঘটনায় ২০ জনকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। যাচাই-বাছাই করে শিক্ষার্থী হলে ছেড়ে দিবে। আর দুবৃত্ত হলে গ্রেপ্তার দেখানো হবে।
তিনি বলেন, বিক্ষোভে সন্ত্রাসীরা ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে। এতে কোতোয়ালি থানার এসি অতনু চক্রবর্তীসহ চারজন পুলিশ আহত হয়েছেন। এরমধ্যে একজনের অবস্থা ভালো না। তার চোখে চরম আঘাত হয়েছে। তাকে ঢাকায় প্রেরণ করা হবে।
চাটগাঁ নিউজ/এসআইএস