চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রাম-৮ আসনের চান্দগাঁও এলাকায় র্যাবের গাড়ি লক্ষ্য করে হামলা করেছে বিএনপির নেতাকর্মীরা। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন চান্দগাঁও থানার ওসি জাহিদুল কবির।
রবিবার (৭ জানুয়ারি) দুপুর ১২টার দিকে এ হামলার ঘটনা ঘটে।
র্যাব সূত্রে জানা যায়, চান্দগাঁও থানাধীন মৌলভী পুকুরপাড় এলাকায় সকাল থেকে ভোটারদের কেন্দ্রে এসে ভোট দিতে বাধা দেয় বিএনপির নেতাকর্মীরা। পুলিশ তাদের ধাওয়া করে ছত্রভঙ্গ করে দেওয়ার পরে র্যাবের একটি টহল দলের ওপর হামলা চালায় বিএনপির কর্মীরা।
প্রসঙ্গত, শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়ন ব্যতীত বোয়ালখালী উপজেলা এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ৩, ৪, ৫, ৬ ও ৭ নম্বর ওয়ার্ড নিয়ে গঠিত চট্টগ্রাম-৮ আসন। এখানে মোট ভোটার ৫ লাখ ১৫ হাজার ৫৭৩। পুরুষ ভোটার ২ লাখ ৬২ হাজার ৭৩৬। নারী ভোটার ২ লাখ ৫২ হাজার ৮৩৬। মোট ভোট কেন্দ্র ১৮৪।
উল্লেখ্য, চট্টগ্রাম-৮ আসনে মোট ১০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
চাটগাঁ নিউজ/এমএসআই