চাটগাঁ নিউজ ডেস্ক : চট্টগ্রাম নগরের পতেঙ্গা এলাকায় মাছ ধরার নৌকায় আগুনের ঘটনায় হাসপাতালে আরও এক জেলের মৃত্যু হয়েছে।
রোববার (৩১ মার্চ) সকালে তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন ছিলেন।
মারা যাওয়া জেলের নাম মো. শাহ আলম (৩৬)। তার শরীরের প্রায় ৮০ ভাগ পুড়ে যায়।
গত শুক্রবার (২৯ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে পতেঙ্গার ১৫ নম্বর ঘাটে এ দুর্ঘটনা ঘটে। এরপর চারজনকে দগ্ধ অবস্থায় চমেক হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তার মধ্যে আজ শাহ আলম মারা যায়।
এর আগে শনিবার নদী থেকে আরেক জেলের দগ্ধ লাশ উদ্ধার করা হয়। এ নিয়ে ওই ঘটনায় দুজনের মৃত্যু হলো।
চমেক বার্ন ইউনিটের সহকারী রেজিস্ট্রার লিটন কুমার পালিত জানান, শাহ আলমের অবস্থা খুবই সংকটাপন্ন ছিল। তার শ্বাসনালি পুড়ে যায়। আজ ভোরে তাঁর মৃত্যু হয়েছে।
পতেঙ্গা ১৫ নম্বর ঘাট এলাকায় নোঙর করা অবস্থায় মাছ ধরার নৌকাটিতে আগুন লাগে। পরে কোস্টগার্ড আগুন নিয়ন্ত্রণে কাজ করে। নৌকার রান্নাঘরে থাকা সিলিন্ডার বিস্ফোরণ থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলা ধারণা করা হয়।
চাটগাঁ নিউজ/এসএ