পড়া হয়েছে: ৩৯
চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ এলাকার ময়লার ভাগাড় থেকে একটি নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের বিপরীতে পাঁচলাইশ আবাসিক এলাকার ১১ নম্বর রোড়ের একটি ময়লা ভাগাড়ে শিশুটির মরদেহ পাওয়া যায়।
পুলিশ বলছে, কারা নবজাতকের মরদেহ ফেলে গেছে সেটি নিশ্চিত হওয়া যায়নি।
পাঁচলাইশ থানার উপ-পরিদর্শক (এসআই) মনির উদ্দিন বলেন, ‘একটি নবজাতকের মরদেহ পাওয়া যায় ময়লার ভাগাড়ে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি দাফনের জন্য আঞ্জুমান মুফিদুলে দেওয়া হয়েছে।’
চাটগাঁ নিউজ /এআইকে