চট্টগ্রামে ভোটের দিন বিএনপি-পুলিশ সংঘর্ষ, ১২ গ্রেফতার

চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রামের চান্দগাঁও মৌলভী পুকুর পাড় এলাকায় রোববার (৭ জানুয়ারি) ভোটের দিন বিএনপি ও পুলিশের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ১২ জন বিএনপি নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।

চান্দগাঁও থানার ওসি জাহেদুল কবির জানান, চান্দগাঁও থানাধীন মৌলভী পুকুর পাড়স্থ আল হেকমত ইন্টারন্যাশনাল স্কুলের সামনে পাকা রাস্তায় রোববার পুলিশের সঙ্গে বিএনপির এ সংঘর্ষের ঘটনা ঘটে।

তিনি বলেন, নির্বাচন বানচালসহ সাধারণ ভোটারদের কেন্দ্রে আসতে প্রতিবন্ধকতা সৃষ্টি করে ভোট কেন্দ্রে প্রবেশ করে দরজা, জানালা ভাঙচুর, রাস্তায় ককটেল বিস্ফোরণ, রাস্তায় গাড়ি ভাংচুর ও রাস্তায় টায়ারে আগুন দিয়ে রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টির মাধ্যমে নাশকতা করে জনমনে ভীতি সৃষ্টি করেছিল আসামিরা।

এ ঘটনায় ৪৫ জনের বিরুদ্ধে চান্দগাঁও থানায় মামলা হয়েছে। বিশেষ ক্ষমতা আইন ও বিস্ফোরক আইনের এ মামলা করা হয়।

অন্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে বলে জানান ওসি।

চাটগাঁ নিউজ/এমআর

Scroll to Top