চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রাম-৮ (বোয়ালখালী ও চান্দগাঁও) আসনে আওয়ামী লীগ থেকে মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে এবারের নির্বাচনে লড়ছেন সাবেক সিডিএ চেয়ারম্যান আবদুচ ছালাম। তবে এবার তার বিপক্ষে প্রতিপক্ষ হিসেবে ভোটযুদ্ধে লড়ছেন আবদুচ ছালামের মালিকানাধীন ওয়েল গ্রুপের অ্যাকাউন্টস অফিসার মহিবুর রহমান বুলবুল।
যদিও বা পথসভা ও গণসংযোগে এখনো মাঠে দেখা যায়নি বুলবুলকে। তবে চান্দগাঁও-বোয়ালখালী এলাকায় তার পোস্টারিং করতে দেখা গিয়েছে।
অনেকে বলছেন, নির্বাচনে নানামুখী সুবিধা পাওয়ার স্বার্থে ছালাম’ই দাঁড় করিয়ে রেখেছেন বুলবুলকে। এদিকে ছালাম প্রচারণায় জনসমর্থন পাচ্ছেন জানালেও তার বিরুদ্ধে আচরণবিধি ভঙ্গের অভিযোগ তুলেছেন প্রতিদ্বন্দ্বীরা।
জানা যায়, ডাব প্রতীক নিয়ে বুলবুল ভোটযুদ্ধ নেমেছেন ওয়েল গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান কেটলী প্রতীকের ছালামের সঙ্গে। এটি কর্মচারীর সঙ্গে মালিকের লড়াই বলেও অনেকে আখ্যায়িত করছেন।