চট্টগ্রামে প্রধানমন্ত্রীর আগমনকে স্বাগত জানিয়ে ছাত্রলীগের আনন্দ মিছিল

সিপ্লাস ডেস্ক: দক্ষিণ এশিয়ার সর্বপ্রথম টানেল উদ্বোধন ও জনসভায় যোগ দিতে আগামী ২৮ অক্টোবর চট্টগ্রামে আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ উপলক্ষে প্রধানমন্ত্রীর চট্টগ্রামে আগমনকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল করেছে চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের নেতাকর্মীরা।

সোমবার (২৭ অক্টোবর) বিকেলে চট্টগ্রাম মহানগরের বাকলিয়া এক্সেস রোড থেকে মিছিল শুরু হয়ে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। মিছিলে কয়েক হাজার নেতাকর্মী অংশগ্রহণ করেন।

মিছিল শেষে সংক্ষিপ্ত আলোচনায় ছাত্রলীগের নেতৃবৃন্দ বলেন, দেশ এখন উন্নয়নের মহাসড়কে। উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে আগামী নির্বাচনে চট্টগ্রামের সবকটি আসনে আওয়ামী লীগ প্রার্থীদের আবার বিজয়ী করতে হবে।

তারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে চট্টগ্রামে ব্যাপক উন্নয়ন হয়েছে। প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে চট্টগ্রামের মানুষ উৎফুল্ল।

ছাত্রলীগের নেতা ইরফান উদ্দীন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার চট্টগ্রামে আগমনকে স্বাগত জানাতে আমরা এই আনন্দ মিছিল করেছি। প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে চট্টগ্রামের মানুষ উৎফুল্ল। আমরা প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে ঐক্যবদ্ধ হয়ে কাজ করব।

ছাত্রলীগের নেতারা বলেন, ২৮ অক্টোবর মঙ্গলবার সকাল ১০টায় আনোয়ারা কেইপিজেড মাঠের জনসভাকে জনসমুদ্রে পরিণত করতে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানানো হয়।

Scroll to Top