চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রামের মীরসরাই থানার ককটেল বিস্ফোরণ এবং নাশকতা মামলায় চট্টগ্রাম উত্তর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মো. সরোয়ার উদ্দিন সেলিম (৪৯) কে গ্রেফতার করেছে র্যাব ৭।
সোমবার (১১ ডিসেম্বর) দুপুরের দিকে র্যাবের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
এরআগে গত ১০ ডিসেম্বর সন্ধ্যার দিকে চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালি থানাধীন সিনেমা প্যানেল মোড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। চট্টগ্রামের মীরসরাই থানাধীন মিটানালা এলাকার মৃত তাজুল ইসলামের ছেলে সারোয়ার উদ্দিন সেলিম।
র্যাব জানায়, জিজ্ঞাসাবাদে সে স্বীকার করে, সে চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক এবং অবরোধ কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে গত ৮ নভেম্বর চট্টগ্রাম জেলার মীরসরাই এলাকায় যানবাহন চলাচলে বাধা সৃষ্টি, ভাংচুর, অগ্নি সংযোগসহ নাশকতা সৃষ্টি করে।
উল্লেখ্য, সিডিএমএস পর্যালোচনায় গ্রেফতারকৃত আসামি সারোয়ার উদ্দিন সেলিমের বিরুদ্ধে মীরসরাই, জোরারগঞ্জ, ফেনী সদর মডেল থানা এবং চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালি থানায় সরকারী সম্পত্তির ক্ষতিসাধন, বেআইনি সমাবেশ, নাশকতা, হত্যাচেষ্টাসহ সর্বমোট ৯ টি মামলা পাওয়া যায়।
তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়ে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে র্যাব জানায়।