চট্টগ্রামে থানা থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধার, আটক ১

নিজস্ব প্রতিবেদক : নগরীর আগ্রাবাদ চৌমুুহনী এলাকায় অভিযান চালিয়ে থানা থেকে লুট হওয়া একটি এলজি উদ্ধার করেছে পুলিশ। অভিযানে ইউসুফ শান্ত নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) সন্ধ্যা আনুমানিক ৭টার সময় ডবলমুরিং থানাধীন আগ্রাবাদ চাড়িয়া পাড়া থেকে এ অস্ত্র উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদ পেয়ে ডবলমুরিং থানা পুলিশের বিশেষ একটি দল সন্ধ্যায় আগ্রাবাদ চাড়িয়া পাড়ায় ঝটিকা অভিযান পরিচালনা করে। অভিযানে ইউসুফ শান্তকে আটকের পর জিজ্ঞাসাবাদে জানা যায় তার কাছে থানা থেকে লুট করা একটি এলজি রয়েছে। পরবর্তীতে ইউসুফের দেয়া তথ্য অনুযায়ী দেশীয় তৈরি এলজি উদ্ধার করে পুলিশ।

এ ব্যাপারে ডবলমুরিং থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মহসিন চাটগাঁ নিউজকে বলেন, আগ্রাবাদ চাড়িয়া পাড়া এলাকা থেকে ইউসুফকে আটকের পর আমরা তার কাছ থেকে দেশীয় তৈরি একটি এলজি উদ্ধার করেছি। প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি, এ অস্ত্র পুলিশ বিভাগের ব্যবহৃত অস্ত্র। আটক ইউসুফ কোথা থেকে এ অস্ত্র পেয়েছে বা কিভাবে এ অস্ত্র থানা থেকে তার হাতে এলো?- এ ব্যাপারে তাকে অধিকতর জিজ্ঞাসাবাদ করা হবে। তার বিরুদ্ধে অস্ত্র আইনের ধারায় সংশ্লিষ্ট মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

চাটগাঁ নিউজ/ইউডি

Scroll to Top