নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালি থানা এলাকা থেকে ৩০ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার দিনগত রাত সাড়ে ১২টার দিকে কোতোয়ালি থানাধীন পাথরঘাটা মেরিনার সড়কের এস আলম বাস ডিপো এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এসময় একটি পিকআপ জব্দ করে পুলিশ।
গ্রেফতাররা হলেন কক্সবাজার জেলার উখিয়া থানাধীন মরিচ্যা পাগলির বিল সিকদার পাড়া গ্রামের মো. মজিবুর রহমান চৌধুরীর ছেলে মো. সোহেল (২৮), চট্টগ্রামের জোরারগঞ্জ থানাধীন বারৈয়ারহাট জামালপুর গ্রামের মৃত আবদুর রহমানের ছেলে পিকআপ চালক শাহ আলম (২৩) এবং একই গ্রামের মো. জসিম উদ্দিনের ছেলে পিকআপ হেলপার মো. আরিফ হোসেন মুন্না (২০)।
এর মধ্যে সোহেল নগরীর বাকলিয়া কল্পলোক আবাসিক এলাকায় বসবাস করে বলে জানায় পুলিশ।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবীর বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মেরিনার সড়ক এলাকা থেকে ৩০ কেজি গাঁজাসহ তিনজকে গ্রেফতার করা হয়।
এসময় গাঁজা পরিবহনে ব্যবহৃত পিকআপটি জব্দ করা হয়। মূলত তারা চট্টগ্রামের বারৈয়ারহাট এলাকা থেকে পাইকারিভাবে কিনে এসব গাঁজা বাকলিয়া এলাকায় খুচরা দামে বিক্রির জন্য নিয়ে যাচ্ছিলেন।
গ্রেফতারদের বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে। শুক্রবার দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে বলে জানান ওসি।