নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে নুর নাহার (৩৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার (২ নভেম্বর) চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন মোট ২৬ জন। তবে আশঙ্কার কথা হচ্ছে মারা যাওয়া এই ২৬ জনের মধ্যে ১৪ জনই নারী।
চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়েছে।
তথ্যে আরো জানা যায়, গত সেপ্টেম্বর মাসে ডেঙ্গুতে মারা যাওয়া ১১ জনের মধ্যে ১০ জনই ছিল নারী।
আজ রবিবার (৩ নভেম্বর) জেলা সিভিল সার্জন কার্যালয়ের প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ৪৯ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। আক্রান্তদের মধ্যে নগরের সরকারি বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৫ জন এবং বিভিন্ন বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন ৪ জন। এ নিয়ে চলতি নভেম্বর মাসের প্রথম তিনদিনে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১১১ জন।
চাটগাঁ নিউজ/উজ্জ্বল/এসএ