চট্টগ্রামে ডেঙ্গুতে এক শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে টুম্পা নামে ১০ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি ডিসেম্বর মাসে ডেঙ্গু আক্রান্ত দুই জনের মারা গেছে।

বুধবার (১১ ডিসেম্বর) সন্ধ্যায় চট্টগ্রাম জেলা সিভিল সার্জনের কার্যালয় প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

মৃত টুম্পা (১০) চট্টগ্রাম নগরীর বায়েজিদ এলাকার বাসিন্দা। মঙ্গলবার (১০ ডিসেম্বর) সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। এ নিয়ে চট্টগ্রামে চলতি বছরে ৪৩ জনের মৃত্যু হলো। এর মধ্যে নারী ২৩ জন, পুরুষ ১৫ জন এবং শিশু পাঁচ জন।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় আরও ২২ জন নতুন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। ডিসেম্বর মাসের গত ১০ দিনে মোট আক্রান্তের সংখ্যা ২০৮ জন। আর চলতি বছরে চট্টগ্রামে মোট ৪ হাজার ১৭১ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে।

চলতি বছরের শুরু থেকে ১১ ডিসেম্বর পর্যন্ত শনাক্তদের মধ্যে ২ হাজার ৬৭৪ জন নগরীর বাসিন্দা। বাকি ১ হাজার ৪৯৭ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা। মোট শনাক্ত ডেঙ্গু রোগীর মধ্যে পুরুষ ২ হাজার ২১০ জন, নারী ১ হাজার ১৯৬ জন এবং শিশু ৭৬৫ জন।

চাটগাঁ নিউজ/ইউডি  

Scroll to Top